ইরাকে চুরি ২০ কোটি দিনার, ঢাকায় ধরা
নুরুজ্জামান লাবু সোহরাব, সুমন ও সুজন। বাংলাদেশি তিন নাগরিক। জীবিকার তাগিদে বছর কয়েক আগে তারা গিয়েছিলেন ইরাকে। সেখানকার একটি হাসপাতালে কাজ করতেন। একদিন সুযোগ বুঝে হাসপাতালের মালিকের চেম্বারের ড্রয়ার থেকে ২০ কোটি ইরাকি দিনার ও ৮ হাজার মার্কিন ডলার নিয়ে পালিয়ে যায় তারা। কিন্তু শেষ রক্ষা…